স্বাধীন দেশে মন আবেশে
গাই মুজিবের গান,
সকাল সাঁঝে মনের মাঝে
বাউল সুরের তান।
আমরা পাগল হয়ে গাই
জাতির পিতার গান,
সকল যুগের সেরা তিনি
আত্নত্যাগী মহা প্রাণ।
সহজ সরল বাঙালীর
তো অসহায় জীবন,
পাকিস্থানের পাক বাহিনী
চালায় নির্যাতন।
ইয়াহিয়া টিক্কা খান আর
ভূট্টর ষড়যন্ত্র,
ভেঙ্গে দিতে চাইলো তারা
বাংলার গণতন্ত্র।
স্বৈর শাসন কায়েম করে
চালায় শেল কামান,
শেখ মুজিব হয়ে সজীব
জীবন করেন পণ।
স্বপ্ন ঘেরা সুজলা দেশটি
বৃক্ষ ছায়া সুনিবিড়,
মাটির গন্ধে ব্যাকুল হয়ে
মুজিব থাকেনি স্থির।
দেশ দরদী মহান নেতা
উৎসর্গ করে প্রাণ,
কাফন পড়ে উল্কার বেগে
করলেন আন্দোলন।
বাঘের মত হুঙ্কার দিয়ে
করেন তিনি ঘোষণা,
এই দেশে স্বাধীন নিশান
উড়বেই একখানা।
তাঁর আহবানে সারা দিলো
বাংলার জনগণ,
কামার কুমার জেলে তাঁতী
সাজলো নওজোয়ান।
টেকনাফ থেকে তিতুলিয়া
চার কোটি পরিবার,
বলিষ্ঠ নেতার আহবানে
ছাড়লো ঘর দোয়ার।
নারী পুরুষ হয়ে বেহুঁশ
ছাড়লো আপন জন,
গেরীলা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে
হটে দিলো দুশমন।
টাকা পয়সা লোভ লালসা
করেন প্রত্যাখ্যান,
লৌহ মানব শেখ মুজিব
দারুণ নিষ্ঠাবান।
শেখ মুজিবকে বন্দি করে
নিয়ে যায় পাকিস্থান,
নয় মাস পর দেশে তিনি
করলেন পদার্পণ।
বিশ্বের নিকট বাংলাদেশ
পেলো স্বাধীন স্বীকৃতি,
দিনে দিনে বাড়তে লাগলো
বিশাল সুখ্যাতি।