স্বার্থের সন্ধান হৃদয় পাষাণ
চিন্তা চেতনা জঘন্য,
সুপথ ছেড়ে বিপথগামী মানুষ,                                
অসৎ কাজে নিমগ্ন।

স্বার্থের নেশায় পাগল ছাগল  
প্রকাশ্যে সন্ত্রাস করে,
স্বার্থের কারণ উদাশ আশিক
অবাধে মানুষ মারে।  

পিতা পুত্র ভাই বোন বন্ধু শুধু
ম্বার্থের কারণ পর,
অর্থের পাহাড় গড়ার চিন্তায়  
সব সময় বিভোর।

আকাশ সমান বিশাল দালান  
নির্মাণ করার ইচ্ছা,
ভুলের ভিতর সোনার মহল  
সাজায় ফুলের শর্যা।    

পিতা পুত্র ভাই বোন বন্ধু শুধু
ম্বার্থের কারণ পর,
অর্থের পাহাড় গড়ার চিন্তায়  
সব সময় বিভোর।

আকাশ সমান বিশাল দালান  
নির্মাণ করার ইচ্ছা,
ভুলের ভিতর সোনার মহল  
সাজায় ফুলের শর্যা।