এক মুহূর্তে খুন জখম,
স্বার্থ হাসিলের জন্য,
রক্তগ্রাসী সর্বনাশী হয়,
মন মানষিক ঘৃণ্য।
সুখী জীবন করে যাপন,
অতি সুখের প্রত্যাশা,
স্বার্থলোভী শযতান সে যে,
রক্ত চোষার পিপাসা।
চাঁদের দেশে বিলাস কুঞ্জ,
তৈরী করার বাসনা,
এ আয়োজন কি প্রয়োজন,
মন মানেনা সান্ত্বনা।
দুনিয়াভী সুখের নেশায়,
মানব আত্নার ব্যপ্তি,
বিজয় মালা পড়ে গলায়,
পাই নাহি কোন তৃপ্তি।
অসৎ পথে বিজয় মাল্য,
মাথায় সোনার তাজ,
স্বার্থের অন্ধ গায়ে দুর্গন্ধ,
নায়ক বাঁদর রাজ।