“বিধির বিধান”

ওহে মানব ক্ষণিক ধরায় দর্প নাহি করো,
অর্থ দিয়ে সম্মান ক ভূ কিনতে নাহি পারো।
সত্য সুন্দর সতেজ জীবন একটু শান্তি চায়,
জীবন যৌবন সাধন ভজন পেরেশানী হয়।
সঠিক পথে সত্যের সন্ধান করে জ্ঞানী  জনে,
সৎ পথ ছেড়ে অসৎ পথে  গ্লাণী পূর্ণ মনে।
অতি  লোভে সংসার পুড়ে ছাই হয়ে যায়,
হিংসার পরিণাম অতি নির্মম হিংসুক সাজা পায়।
ঘৃণা ভরে তিরস্কার যে গর্বের সাথে করে,
অহংকারে পতন হয় প্রতিহিংসায় মরে।
বিধির বিধান দারুন কঠিন রক্ষা নাহি পাবে,
যার আগুনে  সেই পুড়ে ছাই হয়ে যাবে।
প্রতিপত্তির বড়ায় করা আদৌ সঠিক নহে,
আজকে বাদশাহ কালকে ফকির ভিক্ষার ঝুলি নিয়ে ।
ভবের মাঝে নিয়তির খেলায় কারুর হাত নাই,
ধৈর্য ধারণ করলেই তাহা প্রতিয়মান হয়।
ঢিলটা  মারলে পাঠকেলটি খেতে হয় ভবে,
ধ্রুব সত্যের বাস্তবতা অনস্বীকার্য না হবে।