আট চল্লিশ থেকে বাহান্ন, বাঙালিরা ত্যাগ করি অন্ন,
দিবা-নিশি আন্দোলন,
বাহান্নের একুশে ফেব্রুয়ারী, মানব দানব মৃত্যুর সারি,
রক্ত স্রোতে করি স্নান।
অবশেষে ওরা নিরুপায়, সংবাদ দেয় বেতার বার্তায়,
“দাবী মেনে নেওয়া হলো,”
যেমন ভাষা তেমন পাই, অনষণ ভেঙ্গে গৃহে যাই,
ভাষা সমন্বিত রইলো।
স্ব ভাষার দীর্ঘ আন্দোলন, নিঃশর্তে হলো বাস্তবায়ন,
গর্বের সীমা রেখা নাই,
সকল বাঙালির প্রত্যাশা, স্বাধীন হলো প্রাণের ভাষা,
সুখে প্রভাতফেরি গাই।
রফিক বরকত সালাম, শহীদে স্বর্ণাক্ষর নাম,
মৃত্যুঞ্জয়ী মহাপ্রাণ,
আসাদের রক্ত মাখা শার্ট, জোব্বার শহীদি সম্রাট,
বিসর্জন দিলো জীবন।
বেশি কিছু দিতে পারি নাই, বট গাছের শীতল ছায়ায়,
স্মৃতি স্তম্ভ করি নির্মাণ,
সুস্নিগ্ধ বাতাসের কোণায়, আছো এ হৃদয় আঙ্গীনায়
চির স্ব-শ্রোদ্ধ সম্মান।