কবি নজরুলের চেতনায়
উদ্বুদ্ধ বাঙালী জাতি,
বৃটিশ পরাধীনতা থেকে
মুক্তির স্বপ্নিল জ্যোতি।

হাজার কবিতার জনক
দিলেন পথের দিশা,
সে পথের পথিকেরা পেলো
সত্য সুপথের ভিসা।

শিক্ষা-দিক্ষা-কর্ম প্রেরণায়
অসীম ছিলেন তিনি,
অনুপ্রাণীত উন্নত বিশ্ব
সবাই আমরা ঋণী।

ব কলম শিক্ষায় করেন
বিশাল গ্রন্থ রচনা,
ধৈর্য নিষ্ঠা আর অধ্যবসায়
কঠিন ছিলো সাধনা।

কবি-সাহিত্যিক-সৈনিকের
সম সম্মাননা পান,
এত গুণে গুণান্নিত কোন
মানুষের অবদান?