সুখি জীবন করে যাপন,
বেশি সুখের প্রত্যাশা,
সোনার তরী বোঝাই হীরা,
চাহে মণি মুক্তা নক্সা।
মেধা শক্তি কাজে লাগাই কেউ,
বিশ্বটাকে করে ধন্য,
অর্থ পিশাচ নর ঘাতক                                                      
জ্ঞান গরীমা জঘন্য।
মানব কুলে জন্ম যাহার,
স্বেচ্ছাচারী ভালো  নয়,
সোনার খাটে ফুলের শয্যা,
চিরস্থায়ী নাহি রয়।
মহা  দুর্লভ মানব আত্মা,
সবার ভাগ্যে জো টেনা,
অসৎ কর্মে লিপ্ত মানুষ,
গুপ্ত ধনের সাধনা।
সোনার মানুষ হীরা ছেড়ে,
কুড়ায় কালো কয়লা,
নিজের ভুলে কেঁদে বেড়ায়,
শরীরে মাখে ময়লা।
লোভ লালসা ফাঁন্দে ফেলায়,
মানব জীবন পুঙ্গ,
মসজিদ মন্দির গির্জা ছেড়ে,
ধরে অসৎ পথের সঙ্গ।