বারো বছর আগে, শিউলী গোলাপ বাগে,
রূপসী ললনার লগে
প্রেমাসক্ত বুকে জাগে।
সেই বারো বছর পর, এলো মোর বাসর ঘর,
তণু-মন আনন্দ মুখর
ঘুম নাই অষ্ট প্রহর।
অনুপমার মুখে হাঁসি, মুক্তাঝরে রাশি-রাশি,
প্রিয়সী মোর চিরদাসী
প্রাণ খুলে ভালোবসী।
সে রাতের চার প্রহর, প্রেমাবেগ নিরন্তর,
ক্ষুধার্ত আসিক ভ্রমর
তৃপ্ত আলিঙ্গন বিভোর।
মুগ্ধ পুলকিত হৃদয়,স্বর্গ সুখে ভরে যায়,
যার উপমা ভবে নাই
শুক্ররেণু মাখিলো গায়।
মিলন মূহুর্তে শান্তি, নিশিথে নাই ভুল-ভ্রান্তি,
পাশাখেলায় নহি ক্লান্তি
চোখে-মুখে-বুকে প্রশান্তি।
রিম-ঝিম বৃষ্টিপাত, কোলে এলো নবজাত,
উৎফুল্ল চিত্ত দিবা-রাত
মুগ্ধ আলপনা প্রপাত।
শুক্রবার বেলা দুপুর, হাঁচি কাশি গায়ে জ্বর
করোনা ক্লান্ত গতর
আকর্ষিক মৃত্যু প্রিয়ার।
ছেড়ে গেলো চিরতর, আমি কাঙ্গাল কুলাঙ্গার,
দু’চোখে অশ্রুর ঝর
দুনিয়া দেখি অন্ধকার।
প্রেমাাশিক প্রেমে ব্রত, জীবনটা ক্ষত-বিক্ষত,
রিক্ত-তিক্ত-সিক্ত-বিব্রত
আজ নিঃস্ব প্রতারিত।