উর্দু ভাষা দুর্বোধ্য অসুন্দর্য, বাংলা ভাষায় শ্রুতি মাধুর্য,
তাই চাই সার্থকতা,
জীবন মরণ প্রতিজ্ঞায়, একত্র হয়ে আজ ঢাকায়,
ছাত্র শিক্ষক জনতা।
পাক পশুর ব্যঘ্র হুঙ্কারে, স্তব্ধ কেহ আজ হবো না রে,
ভাষার স্বাধিকার চাই,
পদ্মা মেঘনা যমুনার জল, বাংলা বোলে চলে কল কল,
প্রাণ খুলে হাঁসি গাই।
হায়েনার অস্ত্রে কত ধার, শেল-কামানে মারবি মার,
হোক যত রক্তপাত,
হয় হোক রাজ পথ রঞ্জিত, ফিরবো না গৃহে, হয়ে বঞ্চিত,
বক্ষে তিক্ত খরস্রোতঃ,
শৃঙ্খল খুলে দাও সবার, যারা বন্দি আছে কারাগার,
ভেঙ্গে দাও অনশন,
শীত বসন্তের সন্ধিক্ষণ, এক দাবী একই শ্লোগান,
থাকবে এ বাণী অম্লান।