টাকা কড়ির কলহ করি,
মানুষের সঙ্গে,
এরূপ বিবাদ লেগে আছে,
মাতৃভূমি বঙ্গে।

টাকা ছাড়া সর্বহারা তাই,
টাকার সন্ধানে,
দিবস রজনী ফন্দি করি
বসে কায়মনে।

সর্ব সুখে সুখির আশায়,
যা ইচ্ছা তা করি,
ঘোর আঁধারে সুযোগ বুঝে
বন্ধুটাকে মারি।

আত্নার আত্নীয় প্রাণে মেরে
টাকা কেড়ে নিয়ে,
মাথার মকুট তৈরী করি
মনি মুক্তা দিয়ে।

টাকার পাহাড় গড়ি আমি
সোনা দানা বহু,
টাকা কড়ির জন্যই কাটি
মানুষের বাহু।

মানুষ কেটে টুকরা করে
পুকুরে ফেলাই,
মাছ খেয়ে বড় হয়; কেউ
টের নাহি পায়।

শত মানুষ জবাই করে
ফেলি অন্ধ কুপে,
সোনার মহল তৈরী করি
চিরস্থায়ী রূপে।

সেদিন নাকের ছিদ্র পথে  
ঢুকে পরে মশা,
মশার কামড় ভালো করা
নাহি কোন আশা।

দেশ বিদেশে ডাক্তার শেষ
রোগ বৃদ্ধি পায়,
যন্ত্রনা ক্রমে দ্বিগুণ হচ্ছে
বাঁচা হলো দায়।