ছন্দের নামঃ অক্ষরবৃত্ত

এমন কিছু মানুষ আছে
ধর্ম কর্ম তো বোঝেনা,
নিজের স্বার্থে সদায় ব্যস্ত
পরের কথা ভাবেনা।

অন্যায় কাজে লিপ্ত থাকার
অধির আগ্রহ প্রাণে,
প্রেম ভালোবাসা ঘৃণা করে,
অপ্রিয় অসত্য জানে।

অন্যায় পথে লিপ্ত থাকার
ফন্দি ফিকির প্রয়াস,
জিরো থেকে হিরো হওয়ার,
বিশাল সে অভিলাষ।

মানুষ  হয়ে  মানুষ মারে,
জানোয়ারের মতন,
প্রেমের  বন্ধন  ছিন্ন করে,
নিষ্ঠুর সে বেঈমান।

আদম বেপারী মুখে দারী
করে বোমা তৈরী কাজ,
বে-পরওয়া তিক্ত জীবন,
দুই চোখে নাহি লাজ।

পর মাথায় কাঁঠাল ভেঙ্গে,
মজা করে সদা খায়,
কিডনি খুলে বিক্রয় করে,
পাষাণ সে সম্প্রদায়।

অন্যায় কাজ পশ্রয় দেয়
আজীবন কাল ধরে,
নিজের মৃত্যুর কথা ক ভূ
একটু ভুলেও করে।