কালীদাস
সখের ছেলে কালীদাস,আঙ্গুল চোষা অভ্যাস।
চাঁদের মত সোনার ছেলে,জ্ঞানি হবে বড় হলে।
বাপের চোখে সোনার খনি,মায়ের চোখের মণি।
সবার আশা হবে সৈনিক,কেউ বলে বৈজ্ঞানিক।
শিক্ষক বলে দেশ সেবক,খোকা বলে হবো নায়ক।
সুর জানেনা গান সাধনা,বাদ্য যন্ত্র ত্রিশ খানা।
যেমন তেমন লিখা-পড়া,ঘোরে ফিরে পাড়া পাড়া।
স্বরবর্ণ ব্যঞ্জন শিখে নাই,শ্রেণি কক্ষে আদুভাই।
মন বসেনা তার অধ্যয়নে,স্কুল ফাঁকি অকারণে।
পরীক্ষার খাতায় শূণ্য পায়,নানার বাড়ি পালে যায়।
দোকানে দোকানে টাকা বাঁকী,কথা কথাই চালাকী।
ভাষা জানেনা মেসেস লিখে,ফেসবুকে ছবি দেখে।
মাছ মাংস ডিম দুধ খায়,বোগ ব্যধি শেষ নাই।
পিঁয়াজ-তেল গরম ভাতে,তবু রুচি নাই খেতে।
তিন বেলায় ওষুধ খায়,দুই চোখে ঘুম নাই।
সখের ছেলে করুণ দশা,ভেস্তে গেলো সব আশা।