শিরোনাম-“লৌহ মানব”
ছন্দের নাম-গদ্যছন্দ
কবি-আলহাজ্ব মুহাম্মদ শফি (বড়তারা)
সংশোধনী তারিখ- ০৪/১০/২০২৪ ইং
রোজ- শুক্রবার
পর্ব সংখ্যা-

স্বৈর শাসকের ষড়যন্ত্রের অবগাহন,-
কুচক্রী ইয়াহিয়া,ভূট্টু,টিক্কা খানের কুট নীতি করেছ উন্মোচন।

ও হে সোনা তুল্য -সোনার মানুষ,
পড় নে সাদা কাফন,
যেন তুমি বন পোড়া হরীণ,
খোঁজে ফিরেছে- বাংলা-ভারত-পাকিস্থান।

ছেড়ে বিলাসী সাদা শুভ্র ফুল শর্যা,রক্ত-মাংস-অস্তি-মজ্জা-
প্রতিবাদী দেহ মন আত্না সর্বক্ষণ।

লৌহ মানবের মত তব দেহটা,-
সুকঠিন প্রত্যয় প্রতিজ্ঞা আর স্বদেশ প্রেমটা,
শিশির ভিজা দুর্বা ঘাসের মত নরম তুলতুলে শীতল প্রাণটা,
পাজামা পানজবি পরিহিত শ্যাম বর্ণের সেই লোকটা।

বুক ভরা শৃঙ্ঘল ভাঙ্গার শ্লোগান-
উৎসর্গ বিসর্জণ জীবন যৌবন,
স্বার্থান্বেসী অবৈধ দখলদারীর বিলাস বহুল আবাসন,
উচ্ছেদ কল্পে একনিষ্ঠ তৎপরতা ভীষণ।
স্বৈর শাসন উচ্ছেদ লক্ষে-
সীমাহীন গভীর সাগরে ডুবরী বেশে দিয়েছ সাঁতার।

স্বপ্নপুরীর অতল গহবরে
সোনার কৌটায় নিদ্রিত নিষ্ঠুর দানব হায়েনার স্বর্ণ মহল ভাঙ্গার সংকল্প।

ও হে কালজয়ী প্রেমাসক্ত মদন কুমার-
গণ হত্যার মহা তাণ্ডব লীলায়,রক্ত প্লাবনে,
সাত সমদ্র তের নদী ঝঞ্ঝার বেগে হয়েছে পাড়।

হে পাগল প্রয়াসীক-
নির্ভীক চিত্তে জয় করেছে কাঙ্ক্ষিত দেশটি মধূমালার।

হে মহা প্রাণ-
আত্ন প্রত্যয়ে উদীপ্ত স্বার্থ ত্যাগী নির্ভেজাল তুমি এক ব্যক্তিত্ব মহান,
এক কেন্দ্রিক কুয়াশাচ্ছন্ন স্বৈর শাসিত রাজনীতির করেছে চির অবসান।

ও হে উজ্জ্বল নক্ষত্র-
তোমার স্মৃতি গীতি আকাশে বাতাসে পাখির কলতানে সর্বত্র,
আজ তুমি নেই আমাদের পাশে,
বিষণ দুঃখে মন প্রাণ কাঁদে।

ও হে ভাস্কোডাগামার-
বিশাল সমুদ্র ছোট্ট ভেলায় পাড় হওয়ার অভিলাষ,
পূরণ করেছেন মহান করোতার।
তোমার বিশেষ অবদান-
আজ বাঙালী মুক্ত স্বাধীন।