উজান গাঙ্গে পানির চাপে
বাঁধ খোলে দিলো,
পিপড়ার মত ঘর বাড়ি
ভেঁসে চলে গেলো।
বৃষ্টি ছাড়া বন্যার পানি
আজব খেলা ভাই,
চারি দিকে থৈ থৈ পানি
মাটির দেখা নাই।
কোথাও কারও যাওয়ার যেন
কোন উপাই নাই,
ঢেউয়ের মাঝে বৃদ্ধ দাদু
জলে ভেঁসে যায়।
বন্যার জলে ভাঁসে মৃত
গরু ছাগল কত,
ফসল নষ্টে কাঁন্দে বসে
নিঃস্ব চাষী যত।
বন্যার পানির কড়াল গ্রাসে
ধনি গরীব সব,
খাদ্য বলতে নাহি কিছু
হায় হায় রব।
স্কুল কলেজ বসত নিয়ে
অতি কষ্টে রই,
অনাহারী ক্ষুধার জ্বালা
প্রাণ বুঝি যায়।
বন্যার জলে হাঙ্গর কুমির
মরা মনুষ খায়,
মরা পচার গন্ধে সবার
অসুখ বি সুখ হয়।
পুত্র কন্যার আ হাজারী
কোন বা প্রাণে সই,
বাঁচার লাগি কাঁদি সবাই
তীর্থের কাক হই।
কত দিন একাধারে
থাকতে বুঝি হয়,
এমন কষ্ট কারও যেন
প্রাণে নাহি সয় ।