উর্দু বাতিল বাংলা বহাল,মিষ্টি রেখে হটাও ঝাল,
সবার মুখে শ্লোগান,
মেঘনা যমুনায় করে স্নান,কত নওযোয়ান দিলো প্রাণ,
তবু বাঙালী অম্লান।
মনে বল বুকে নিয়ে সাহস, বিসর্জণী প্রাণ হয়ে বে হুস,
রাজপথ অবরোধ,
কুচক্রীর যত বেড়া জাল, হোক ছিন্ন ভিন্ন বানচাল,
আজ তার প্রতিশোধ।
ভাষা সৈনিকের বিশাল ঢল, আসমানে বাজে করতাল,
রাজ পথে জনস্রোত,
যান বাহন চলাচল বন্ধ, রক্ত প্লাবনে লাশের গন্ধ,
স্তব্ধ নহে বাড়ে ক্রোধ।
অফিসে যত কাজ কারবার, স্থগিত করতে বদ্ধ পরিকর,
অসহযোগ আহবান,
পরনে পড়ে সাদা কাফন, রফিক সালাম দিলো প্রাণ,
বাংলা ভাষা হলো স্বাধীন।