এক যে রাজা জয়বর্ধণ,আকাশ সমান পেট,
এক বসাতে আহার করে,কয়েক শত প্লেট ।
চক্ষু যুগল সূর্য সমান, পাহাড় সমান মাথা,
জ্ঞান বুদ্ধির বালাই নাহি,মানে না কারও কথা।
দু’চরণে হাড়ের নুপুর, মুন্ডুর মালা গলায়,
রাজ দরবারে নিত্য বসে,নিশার পানি খায়।
আকাম কুকামে লিপ্ত থাকে,মুখের বাণী কর্কশ,
চিকন সাদা পোশাক পড়ে,সাধক রূপী রাক্ষস।
কঠোর হস্তে শাসন করে,চোখ দিয়ে পড়ে অগ্নি,
শাক দিয়ে মাছ ঢেঁকে রাখে,নর্তকীকে বলে ভগ্নী।
শাসক হয়ে শোষণ করে, রক্ষক হয়ে ভক্ষক,
দেশের টাকা পাচার করে,প্রজাকে বানায় ভিক্ষুক।