ছন্দের নাম- অক্ষরবৃত্ত


জন্মিলে মরিতে হয়
চির সত্য কথা,
সুন্দর ভবন ছেড়ে
যেতে প্রাণে ব্যথা।

মৃত্যু যদি নাহি হতো
হয়ে মৃত্যুঞ্জয়ী,
পেশীর শক্তি প্রয়োগে
সর্বক্ষেত্রে জয়ী।

অকাম কুকাম করে
অর্থের প্রাচুর্য,
যৌবন তাড়ন্যে শীর্ষে
ছড়ায়ে মাধুর্য।

সোনা রূপা হীরা মুক্তা
রঙিন দালান,
জমি জমা টাকা কড়ি
পর্বত সমান।

গায়িকা নায়িকা হতো
দুহিতা প্রেমীকা,
সুন্দরী কিশোরী যত
থাকতো সেবীকা।

স্বর্গ সুখ ভোগ করে
নির্দয় পাষাণ,
যার যত হোক কষ্ট
আমি পালোয়ান।
                            
সবাই আমার দাস
আমি বিশ্ব সেরা,  
অবৈধ অর্থে বিলাসী
ধরা হতো সরা।

মরিতে চাহিনা ক ভূ
অমর হতে চাই,
মৃত্যুর কড়াল গ্রাসে
রক্ষা নাহি পাই।

নমরুদ  ফেরাউন
সাদ্দাত তো নাই,
কল্পনা জল্পনা যত
মৃত্যু তো হবেই।

হঠাৎ বুঝি কখন
শ্বাস হবে বন্ধ,
প্রাণ শীখা নিভে যাবে
পচা লাশে গন্ধ ।

সৎ কর্মে  মৃত্যুঞ্জযী
বিঙ্গ নিউটন,
অরও মৃত্যুঞ্জয়ী হলো
আলভা এ্যডিসন।