চন্দ্রা
মধুমালার চেয়ে সুন্দরী,রূপবানের চেয়ে রূপ,
বনলতার চেয়ে দু’চোখ,ডায়নার অনুরূপ।
মনালিসার কেশের চেয়ে,লম্বা তব অলকরাশী,
চাঁদ বদনে মুক্তার হাঁসি,পূর্ণিমা রাতের শশী ।
ফুলের চেয়ে নরম আর,কাঁচের মতন সচ্ছ,
শিশির ভিজা দুর্বা শিউলী,লাল গোলাপ গুচ্ছ।
অকাশ বাতাস চন্দ্র সূর্য,মুগ্ধ ঐ রূপ লাবন্যে,
রাজা বদশাহ ভিড় করে,তোমায় পাওয়ার জন্যে।
মজনু প্রেমীক স্বপ্ন দেখি,কৃষ্ণ হয়ে বাঁশী বাজাই,
প্রেমের গাঙ্গে সাঁতার দিয়ে,এসো মম পানসী নায়।
নিশি জেগে পাগল প্রেমীক,সুতা বিনা জাল বুনি,
চাতক হয়ে আকাশ পানে,আশা নিয়ে দিন গুণি।
প্রেম সাগরে পানসী বেয়ে,স্বর্ণ দ্বীপে চলো যাই,
তোমার আমার প্রেম দিয়ে,স্বর্গ মাঝে ঘর বানাই।