বুকের বাম পাঁজর থেকে,বিধাতা সুনিপন করে।
সৃজিয়া পাঠান ভব মাঝে,আমার সঙ্গীনি করে।।
অবাক পৃথিবী চেয়ে চেয়ে,দেখে কৃষ্ণ কালো চুল।
চন্দ্র-সূর্য-গ্রহ-তারা-উল্কা,রেশমী খোঁপার ফুল।।
প্রশ্বাসে সুঘ্রাণ বুকে কাব্য,নয়নে নক্ষত্র জ্বলে।
লাউ লতিকা বাহু যুগল,কর্ণে স্বর্ণ পাশা দোলে।।
রূপের ছটায় জ্যোস্না ছড়ায়,মুক্তা ঝরা কণ্ঠ ধ্বণি।
হাঁসিতে বিদ্যুৎ চমকায়,প্রেমাসক্তে মুগ্ধ ধরণী।।
বিশ্ব সেরা অপ্সরা তরুণী,মায়াবিণী অনুপমা।
তোমার তুলনা শুধুই তুমি,জগতে নাই উপমা।।
হৃদয় পিঞ্জর খুলে দিয়ে,প্রেমের শপথ করি।
শীতল বুকের স্পর্শ দিয়ে,প্রেম নদীর হাল ধরি।।
দোপাট্টার আঁচলে পাল তুলে,মেঘের ভেলায় চড়ি।
দুর নীলিমা আকাশ গঙ্গা,দু‘জন মিলে দেই পাড়ি।।