সদা-সর্বদা সত্য কথা বলেছ,
দিন রাত সৎ পথে চলেছ,
আজীবন সৎ কাজ করেছ।
লোভ-হিংসা অহংকার নাই,
তোমার তুলনা তুমিই,অন্য কেহ নয়।
কায়া হীন ছায়া হয়ে আছ,
বিশাল জলরাশীর কলতানের আবেশে।
হে মহান! তুমি পুতঃ পবিত্র,
শত্রু মিত্র সবার তরে সমাদ্রিত।
হে মহীয়ান- গড়িয়ান! তুমি বীর শ্রেষ্ঠ-
সুদীর্ঘ নয় মাস অন্ধকার কারাগারে থেকে করেছো নিদারুণ কষ্ট।
তুমি আছ সবার স্মৃতির মুণিকোঠায়,
নহে কেহ তোমার প্রতি রুষ্ট,
চিন্তা চেতনায় তোমার প্রতি জীব জড় অতি তুষ্ট।
দিবস রজনী স্মরণ করি আত্নবিশ্বাসে-
মিশে আছ বাঙালীর নিঃশ্বাসে প্রশ্বাসে,
নদ-নদী,বিলে-ঝিলে-ক্ষেত-খামারে অনায়াসে।
মিশে আছো বাঘ-সিংহ-হরীণ-সর্পের অন্তরে-
আনাচে-কানাচে,গোধূলির মাঝে,পথে-প্রান্তরে,
চন্দ্র-সূর্য-গ্রহ-নক্ষত্র,বৃক্ষ-তরু-লতা ও গুল্ম সহ সর্ব স্তরে,
স্বাধীন বাংলার সু-শুভিত স্বর্ণ মসনদে,
আর ঐ রক্ত মাখা লাল সবুজের জাতীয় পতাকায় অভ্যন্তরে।
হে দেব তুল্য মহামানব! তুমি আজ নেই- মম সকাশে,
সুখে দুঃখে সদা সর্বদায়, জানাই লক্ষ কোটি শ্রদ্ধাঞ্জলি
থেকো তুমি স্বর্গ সুষমায়।