আমারো একটা তুমি ছিলো
ছেড়ে যাবার আগে,
আপন করে পুষে ছিলাম তারে
মনের লুকানো ঘরে।
তব তারি দেখা, অপেক্ষা তার
শূন্য জীবন ভরি!
ছেড়ে যাওয়া মানুষটা আমার
দেহ ছেড়ে সবই নিলো কাড়ি।।
পিছু পিছু তাহার কতই না ঘুরেছি
আপন করার লাগি,
সে যে ছেড়ে গেছে আমায়
গত হলো বহু বছর, বছর দুয়েক খানি।
এসেছিলো ফাল্গুনের সেই শিমুল ফুলের সৌরভ নিয়ে,
ছেড়েতো গিয়েছে কৃষ্ণ চূড়াকে কাঁদিয়ে।
মনে পড়ে সেই সময়; দুজনে মিলিয়া ঠাকুর বাড়ির মেলায়,
কত যে চূড়ি বালা কিনিতো সে কানেতে দুল দোলায়!
জীবনের পাওয়া জিনিসের মাঝে
সেরাই ছিলে তুমি!
কেনযে অবেলায় ছাড়ি গেলা, খুঁজিয়া পাইনি আমি।
বর্ষাতে ভিজিয়া ভিজিয়া যখন তোমার ঘরের সহিত,
দুহাত তুলে মোনাজাতে কাদি, তোমাকে দেখার ছলে;
আর বেশিদিন নইকো সখি, আমিও ঘুমাবো তোমার কোলে।
একা একা অনেক সময় কাটিয়ে দিয়েছি, হয়েছে অনেক সময় গত!
তোমাকে ছাড়া আর থাকিতে চাইনা, বড্ড মনে পড়ে তোমায় শত শত।