এই যে মেয়ে
বোকা নাকি!
মন খারাপে একলা দাড়াইস,
কৃষ্ণচূড়ার তলে,
মুখ লুকিয়ে
রাখিস নে তুই
দেয়া নেয়ার ছলে।
কি দিবো?
মায়া দিবি,সুখ দিবি,
দিবি তোর পুরো আকাশ!
তোর দহন সহ্য হয়না-
যখন কাজল চোঁখে তাকাশ।
হিহিহ্ হিহিহ!
হাসিস কেনো?
কেন হাসা বুঝি বারণ?
তুইতো জানিস নে-
তোর হাসিই আমার
সব সুখের কারন।
রাখবি আমায়?
বুকের পাজরে
লেপ্টে আমি রবো।
কতদিন?
এ দেহে নিঃশ্বাস আছে-
যতদিন।
বিশ্বাস হয় নে;
সব বেটাদের
এমনি বুঝি কথা।
এ হৃদয়ে প্রেম জাগিয়ে -
দুমড়ে মুচড়ে ফেলে বাড়িয়ে
যায় শূন্যটা।
ভুল বুঝিস কেন,
সব তারাই কি খসে?
কিছু তারা আকাশের বুকে
আজন্ম যায় রয়ে।
এইযে আমায় যেমন দেখিস
তোর বুকের ভিতর তেমন রাখিস।
তুই ছাড়া কে?
এ হৃদয়ের শুন্যটা -
করতে পারে পূরণ,
চল দুজন মিলে নতুন করে
তৈরি করি ভুবন।
আমার বিশ্বাস হয় নে!
অবিশ্বাসের সুরে গা ভাসিয়ে
থাক'না তুই একা।
চুপটি করে হারিয়ে যাবো-
দেখবি, খুঁজেও পাবিনা
তুই বোকা।