মন কেড়েছো, ভালোবাসায় বেধেছো
আলতু পরশে আমার মন।
কৃষ্ণচৃড়া জানে তুমি আমার কতটা আপন।
সুখ দিতে একটু আসুক সে
জবা,জুই না হয় গোলাপের পাঁপড়ি দিয়ে কানেতে;
বেলীফুল জানে সে আমার,
রাঙামাটির নয়নতারা কানন।
আমি তোমাতে তব বিরহে
হেলিয়ে লাল পাহাড়ির দেশ-
তোমার খোপায় শাপলা ফুল মানিয়েছিলো বেশ।
পাহাড়ে ঘেড়া ভাংগাচূড়া ছাউনিতে
প্রথম দেখেছিলাম তোমারে;
বাদলার দিনে রাতারগুলে তুমি আমি আনমনে।
টগর ফুলের মতো অপরূপ ছিলে তুমি রাঙামাটির নয়নতারা কানন।
তুমি সংগি আমার, প্রেম আমার,তুমি বেঁচে থাকার অসুখ;
ভালোবাসা আমার,রজনীগন্ধার সৌরভীত তোমার;
তুমি আমার প্রিয়তমা নয়ন-
দেখা দিও একটা প্রহর রাঙামাটির নয়ন তারা কানন।