সবুজে শ্যামলে ভরা এদেশ আমার;
সোনার চেয়েও খাটি,
চিরচেনা -
আমার বাংলাদেশের মাটি।
রক্তে কেনা ভূখণ্ড আমার
প্রিয় জন্মভূমি।
ন'মাস প্রাণ বিলিয়ে দিলো
৩০ লক্ষ মৃত্যুঞ্জয়ী।
একটা নেতার বজ্র ধ্বনিতে
পুরো দেশ একজোট;
পাকবাহিনীর দখল থেকে মুক্ত করে
আনা বাংলার বুকে ঘুমিয়ে পাই সুখ।
লক্ষ প্রাণ বিলিয়ে একটা জাতি
মানচিত্র পেলো!
শত্রুর কাছে মাথা নোয়াবার নয়;
বাংলাদেশকে চিনো।
এদেশে সবই আছে ;মুক্ত বাতাস,মুক্ত স্বাধীন মানুষ-
চির সবুজে ঘেরা,
প্রিয় জন্মভূমি বাংলাদেশ আমার
সবার চেয়ে সেরা।
গাছ-পালা, তরুলতা নদ-নদী,
পাহাড় পর্বত শত!
দেখিতে আইসো তুমি,দাম দিবা তার কত?
দাম দিয়ে নইকো কেনা আমার জন্মভূমি
ভ্রাতৃতের বন্ধনে মিলেমিশে থাকি মোরা সবি।
এখানে আছে অন্তিম সুখ! ঘুমাই মায়ের কোলে
সবি মিলে থাকি মোরা জাত-পেত ভুলে।
বিশ্ব সেরা জন্মভূমি আমার যাকে নিয়ে গর্ব;
এমন দেশে জন্মিয়ে মাগো হয়েছি যে ধন্য।