স্বপ্ন মানুষকে বাঁচতে শিখায়
সফলতা শিখায় হাসতে ,
স্বপ্নবাজরা কখনো থেমে থাকেনা
শত বাধা আসোক তার পথে।
পরিশ্রমে মানুষের প্রাপ্তি আনে
অলস আনে হিংসুক!
উদারতা তোমায় দেখাবে আলো
কখনো হবেনা মস্তিস্কের অসুখ।
কখনো কি দেখেছো তুমি
পথের মানুষের হাসি!
২৪ ক্যারেট স্বর্ন নয়,
তা হিরার চেয়েও দামি।
দূর হতে বহুদূরে
স্বপ্ন জয়ের মাঝে,
জীবনটাকে উৎসর্গ করিও-
বিশ্ব মানবতার কাজে।।