আর কেউ জানোক বা না জানোক,শুধু তুমি জানো;আমি পাইনি তোমাকে।
বিরহে দু'চোখ কাঁদুক বা না কাঁদুক,শুধু আমি জানি,তোমার শূন্যতা কতখানি পোড়ায় আমাকে।
তোমার কথ্যগুলো আজো স্মৃতি হয়ে বাজে কানে,
তোমার দুহাত ধরে পথ হেঁটেছি সন্ধ্যে নামার ক্ষনে।
মেঘের মতো আমাকে ভাসিয়ে,একা করে দিলে;
তুমি না জানলেও প্রিয় তোমাকেই মনে পড়ে।
কেউ জানোক বা না জানোক,আমি জানি তুমি শুধু আমার।
তুমি বলেছিলে অভিমান ভুলে ফিরবেনা আর!
অভিমান ভুলে একটিবার যদি ফিরতে,
স্মৃতিসব ভুলে, আরেকবার হাটতাম তোমার কমল দুহাত ধরে।
পাশাপাশি খুনসুটি কত ভালোবাসা,
সবই জাগ্রত হতো নতুন দিনের আশা।
স্বপ্ন দেখো যতটুকু হয়নি পূরণ; কেউ না জানোক তুমি জানো, আমি পাইনি তোমাকে কানন।।