তোমাকে বন্ধু বলে না ডাকলে,
তোমার সাথে সন্ধি করতে পারতাম।
তোমাকে আপন না ভাবলে,
তুমি আঘাত দিতে পারতে না।।
এ জগৎ সংসার আমার দিব্যি চলে যেত একা-
যতো দোষ তোমার সাথে হয়ে দেখা।
তুমি কল্পনায়, না হয় অবমে, নিয়ো আমার খোঁজ!
তোমার কাছে যাবোই আমি রোজ।।
একদিন সব হবে,দেখা হবে কোনো পথের বাঁকে,
চিনে নিয়ো আমাকে সাদা কাপড়ের সাজে।
হারাবো আমি,থাকবে পড়ে স্মৃতি গুলি!
আমাকে দিও তোমাদের পায়ের ধুলি।।
~মোঃআলহাজ আহমেদ