দুচোখ জানে তুমি আমার কতটা শখের,
তুমি এলে তাইতো সুখ খুজি তোমাতেই।
যখন তুমি ছিলে লুকিয়ে,আমারো আড়ালে-
খুজেছি তোমায় - নীল দিগক্তে ক্রান্ত পথিকের বেশে!
যা দেখেছি তোমাকে, তাই তুমি চির চেনা।
তোমার তুলোনা, তুমিহীনে আর কোনো ফুলতো হয়না!
এ অন্তরে জতনে-জতনে তুমি আছো, রবে তুমি,
এ মন জানে তুমি শুধু আমারি।
পথ হারা নাবিক যেমন খুঁজে ফিরে পথ,
ভাসমান মেঘ সাক্ষী রেখে,
দুজন-দুজনার হওয়ার নিয়েছি শপথ!
অভিশপ্ত নগরী,কংক্রিটের শহর,
হাজারো জমা কথা হয়নি কবু ব্যক্ত-
পুরো দুনিয়া জানোক,
আমি তোমাতেই আসক্ত!