মন রহে পড়ি ভালোবাসা সুখে, আত্মাবিলাসী নারী-ধন-রূপে।
আমি তৃষ্ণাতুর মাঝি যাহার কাছে যাচি
কূল পাবোকি তাহার মাঝে?
যাহার তরে কাটে বিনিদ্র রজনী, যাহার ঘ্রাণ খোঁজে বিবাগী পরাণি -
তাহার মাঝে কি আছে কি সে ঘ্রাণ, এ ঘোরে আজো তা জানিনে।
.
যে ভালোবাসা লয়ে আছি পাহারায়, দিলকে তাহারে এমনি গড়ন?
অনন্ত-অতৃপ্ত হৃদয়খানি পাইয়াছে কবে এমন ধরণ?
যে দেহ মাঝে পাইয়াছি রূপ, দিলকে তাহারে এমন স্বরূপ?
জ্বালিলো কেবা হৃদয় মাঝে শূন্য থেকে অনন্ত এ ধূপ?