আসবে কবে সবুজ পাতার তলে?
দেখব তোমার দু'গাল ফোলা হাঁসি।
ভাসবে সেদিন সবুজ মেঘ আকাশে,
থামবে মনের একসুরে এক বাঁশি।
                                  
হাঁটবে কবে সবুজ ছায়ার পথে?
জাপটে ধরে রাখবে আমার হাত,
বলবে কত্ত জমানো মনের ছড়া,
চাইবনা আর শেষ হয়ে যাক পথ ।

জানি তোমার হালকা সবুজ প্রিয়,
প্রিয় তোমার সবুজ সানগ্লাস,
আর কতদিন থাকব বসে একা?
যাচ্ছে কেটে আমার সবুজ মাস।

তোমার মনের সবুজ স্বপ্নগুলো,
বলে দিও আমার মনের কাছে।
তোমার মুখের সবুজ স্বপ্ন সুরে,
আমার মনের প্রতি কণা বাঁচে।


বি: দ্র: কবি এখানে  কোনভাবেই পাঠকদেরকে বিবাহ বহির্ভূত  হারাম সম্পরর্কে জড়ানোর জন্য উৎসাহিত করেননি । কবি আখিরাতে আপনার কৃত খারাপ কাজের দায়ভার নিবেননা।