যদি দেখতাম আপন নয়নে আপন স্বপনে;
যদি শুনতাম কথার সুর আপন কানে,
পৃথিবীর সব সুখ আমার মনের রাজ্যে পদধূলি হতো-
পারতাম যদি একটিবার ছুঁয়ে দিতে।

আমার মনে-
নিভে যেত পৃথিবীর সব বাতি,স্তব্ধ হয়ে যেত পৃথিবীর সব শব্দ-আক্ষর।
যদি একবার, শুধু একটিবার যদি শুনতাম সেই হাঁসি আর সেই কথা।

দেখিনি সেই চোখ,তবুও সেই চোখ আমাকে শেখায় কিভাবে দেখতে হয়,
বলিনি কথা, তবুও সেই মুখ আমাকে শেখায় কিভাবে বলতে হয়।
হাতটি ধরে হাঁটিনি,
তবুও সেই হাত আমাকে হাঁটতে শেখায়।
.
যতটুকু বেসেছেনভালো আমায়,আমি অধম পারবোনা বাসতে।
আমার জীবন দিয়েও পারিবনা আপনার একফোটা অশ্রুর মূল্য দিতে।

হাজার বছর পূর্বেই যার চোখ কেঁদেছে আমার- আপনার জন্যে;
কেউ বাসবেনা ভালো এমন করে ,
এমন করে সত্যি কেউ আর কাঁদবেনা কখনো।