অন্ধকারের মতন নিঃসঙ্গ আমি।
রাতের তারার মতন স্তব্ধ দু’চোখ আমার,
ঢেউ হীন নদীর জলের মতন অশ্রু ঝড়ায়।
মৃত মানবের মতন হৃৎস্পন্দন;
কখনে কেউ শোনেনি, শুনতে কান পাতেনি একটিবার।
.
সময়ের মতন যৌবন, যাকে ছুঁতে পারেনি কেউ;
হারাচ্ছে নিজেকে ক্রমাগত,বারংবার।
অজেয়-অদেখা কোন পর্বতের  মতন মন,
যেখানে কোন মানবীর পদচিহ্ন পড়েনি একটিবার।
.