আমার ছোট্টো বসন্তে-
তোমার সবুজ দিঘির  পাড়।
সেথায় কৃষ্ণচূড়ার ছায়ায়-
তোমার বাড়ির পথের ধার।
.
আমার নামটা তোমার জানা;
হয়তো খুঁজবেনা তার মানে।  
আছি ভর দুপুরের  মায়ায়,
চেয়ে তোমার বাড়ির পানে।
.
এই সবুজ দিঘির জলে,
হাঁসের ডুব সাঁতারের খেলা-
গড়ে নকশী জলের ঢেউ,
ভাঙ্গে আমার জীবন-মেলা।
.
ঐ কৃষ্ণচূড়ার  বুকে,
দেখি জ্বলছে রঙিন জালা।
হয়তো ফিরবে যখন তুমি,
ভরবে শূণ্য ফুলের ডালা।
.
তোমার প্রতীক্ষাতে নারী,
চাইনা  হঠাৎ  সন্ধ্যে নামুক!
আমি ভরদুপুরেই থাকি
আমি নইতো ভণ্ড-কামুক।
.
বঁধু হয়ে আসবে যদি কাছে ,
চাইব অমনই এক সন্ধ্যা।
চাইব হঠাৎ  বৃষ্টি নামুক
ফোটাবো  রজনীগন্ধা।
.
তুমি ফিরবে বাড়ি কবে?
জানি আসবেনা আর ফিরে!
তুমি কল্পনাতেই  মানান,
আমার হাজার নারীর ভিড়ে!
.
আমি কবি হয়ে বাঁচি-
আমার কল্পনাতেই প্রেম।
আবার লিখতে নতুন  গল্প,
খুঁজব নতুন কোন ফ্রেম।
.
তবুও সবুজ ঢেউয়ের  বুকে-
ঝিলিমিলি তোমার চোখের সাদা।
হয়তো নতুন কোন কবি
পড়বে এমন মায়ায় বাঁধা ।