সোনা মানিক আয়না কাছে, একটু কথা আছে।
তোর সোনামুখ না দেখলে মায়ের মনযে কাঁদে।
কোথায় থাকিস, কোথায় যাস - না বলে মাকে,
চোখদুটো মোর পথের পানে ব্যাকুল হয়ে থাকে ।
মা না হয়ে যায়না বোঝা কেমন মায়ের মন,
তুইযে আমার শূন্য বুকে- ছোট্ট হীরের কোণ ।
বুঝবি যখন হারিয়ে যাব এই পৃথিবী তলে-
জানি তখন খুঁজবি আমায়,
ভাসবি চোখের জলে ।
মাকে কি পড়েনা মনে?দূরে দূরে থাকিস!
হারিয়ে যাবো, দেখব তখন কাকে মা ডাকিস!
একখানা মোর ছবি আছে রাখিস তোর কাছে,
তুই ছাড়া বল এই পৃথিবীতে আমার কেবা আছে?
পড়বে যখন মাকে মনে ছবিটা তুই দেখিস,
মায়ের কথা, মায়ের মুখ তোর হৃদয়ে আঁকিস ।