বেলা বারে বার হয় পালাবার,বিরহের দিবারাত্রি;
তোমাতে যবে হয়েছিনু ভবে একলা প্রেম দাত্রী।

সেবেলা আজ বিলীন হয়েছে, সময়ের টানে সময় মরেছে-
আমি মরেছি আমারি তরে, যাতনা বিলাসী  যাত্রী!

সে তুমি আজি সুধাবাঁশি নও, প্রেমসুর নও মম গানে;
করুন সেঁতারা সুরলয়ে কাঁদে, সুর শুকে যায় মোর প্রাণে।

বিজন গগনে নিভৃত স্বপনে, নিরাশার আশ কেন আসে,
তোমারে খুঁজিতে চক্ষু মুদিতে, মম বক্ষ কেন ভাসে?

মম প্রেম লাগি মম যাতনা, মম মনেতে করেছে রচনা-
সেই রচনায় রচিত বেদনে তব হিয়া জানি কাঁপেনা।
তুমিযে কেবলি ভাবনা!


বি: দ্র: কবি এখানে  কোনভাবেই পাঠকদেরকে বিবাহ বহির্ভূত  হারাম সম্পর্কে জড়ানোর জন্য উৎসাহিত করেননি । কবি আখিরাতে আপনার কৃত খারাপ কাজের দায়ভার নিবেননা।