বেলা শেষে ঝরে যায় বর্ণীল গন্ধহীন ফুল
কি করে ভূলে যাই এক জীবনের এতো ভুল।
হাজারো কান্নার রেখা মুছে ফেলে
চেয়েছিলাম এগিয়ে যেতে,
আমার সোনালী গন্তব্যের পানে
আমারই পরম সুখের সন্ধানে।
অগ্রাহ্য করেছিলাম ক্ষতবিক্ষত হৃদয়ের যন্ত্রণাকে
উপেক্ষা করেছিলাম কষ্টের ধাতব আঘাতগুলোকে।
প্রতি মুহূর্তের দংশনে জর্জরিত ছিলাম আমি
তবুও উৎফুল্ল চোখে ছিল...
অনাগত সুখের অলিক সান্ত্বনা,
জানিনা কোন পৃথিবী হতে বয়ে আসা
কোন অজানা শান্তির বারতা।
যদিও তা ছিল এক অবাস্তব
ঝলমলে দুনিয়ার হাতছানি,
তবুও তাকেই আমার অগোচরে
আপন করেছিলাম কেন জানি।
হায় সুখ...হায় আমার সুখের পৃথিবী
যেন মরীচিকার স্বপ্নের মত মূল্যহীন।
কেন পরছায়াকে অস্তিত্বের অবয়ব ভেবে
করেছিলাম এতো বড় ভুল?
হাজারো কান্নার দামে দিয়েছি মাশুল।
এ কেমন ভুল.........
এ কেমন ভুলের কাব্য ?
ইহকালের সর্বস্ব হারিয়েও
পরিবর্তিত হোল না কলঙ্কময় ভাগ্য।