নিঃসঙ্গ বনলতার নিস্তব্ধ ব্যাথার আর্তনাদে
কেঁপে ওঠে ঐ সুদূর পাহাড়ের সারি,
চিরহরিৎ বনভুমির শান্ত সবুজ সমারহে
পরগাছা বুনোলতারা নিতান্তই ফেরারী।

নিষ্ঠুর সাইক্লোনের নৃশংস নির্মম আঘাতে
পতন ঘটেছে কত বৃক্ষের যবনিকা,
তবু কেন এই তুচ্ছ তৃণলতার হৃদয়ে
পেয়ে হারানোর তীব্র অযাচিত যন্ত্রণা?

আমি তো চিহ্নহীন শক্তিহীন দৈন্য পরগাছা
নেই কিছু যার হারাবার ভয়,
তবু কেন মহাবৃক্ষের ধ্বংসযজ্ঞের ইতিকথা
আমার দৃশ্যপটে বিষাদকাব্য হয়ে রয় ?

শীঘ্রই বিলীন হবে এই বিস্তীর্ণ বনাঞ্চলের বিশালতা
বটবৃক্ষের ললাটে লুটিয়ে পড়বে কোমল তরুলতা,

নিশ্চিহ্ন সমতল পৃষ্টে স্পষ্ট হবে বিরহের সৃতিগাঁথা,
অভিলাষী মহীরুহ হয়ে যাবে অতীত
চির অমর হয়ে রবে পরগাছার কাব্যকথা।