জীবনের আনন্দ উল্লাসে ভাসতে চাওয়া মন
নিজের অজান্তেই জড়িয়ে পড়ে অপরাধে,
তবে কি সুখের সপ্ন দেখাই অপরাধের কারণ?
দণ্ডনীয় শাস্তির দায়ভার আজ আমার কাঁধে।
এই প্রকাণ্ড তল্লাটে একজন স্বপ্নচারী আশ্রয়হীন
গভীরতম ভালোবাসা আজ মূল্যহীন,আবেগহীন।
কোন দৃশ্যমান সাফল্য নাই বা হোল
কখনই তা আফসোসের কারন হয়নি,
স্নিগ্ধ সমীরণের আবেশে ভাসা হলো না
কেন বঞ্চিত হলাম, জানতেও পারিনি।
কি অপরাধ ছিল এক সবুজ সপ্নদ্রষ্টার?
জীবনকে পরম মমতায় আলিঙ্গন করা,
জীবনের মাঝে সবুজের সতেজতা ধারন করা,
নাকি পাপের অন্ধকার থেকে আলোর সপ্ন দেখা?
হতে পারে এই অপরাধের আছে কোন অজানা উৎস
আমার অজ্ঞাতসারে ঘটে যাওয়া কোন কালো অধ্যায়
হয়তো সৃষ্টিকর্তার বিচারে এক অমার্জনীয় অন্যায়।
অপরাধ যেন অন্ধকারের অন্য আরেক রুপ
হোক না যতই তার সূচনা আলোর ভুবনে,
নিশ্চিত শাস্তির শমন লেখা থাকে নিয়তির বিধানে।
হে আলো-আঁধারের মাবুদহীন মহান স্রষ্টা
সকল জানা-অজানা অপরাধের অদৃশ্যমান দ্রষ্টা
আমার সকল অপরাধ মার্জনা করে দাও।
অপরাধী হয়ে অন্ধকারের অধিবাসী হতে চাই না
আত্মার অন্তিম যাত্রা যেন হয়......
তোমার পবিত্র আলোর পথে।