রঙ্গময় আয়োজনে রঙ্গিন হলো জীবনের চতুষ্কোণ
বিষাদের আঁধারে মলিন হলো মনের গহীনকোন,


গগনের পানে মিটিমিটি জ্বলে বিলুপ্ত সন্ধ্যাতারা
অচেনা পথে দিক হারিয়ে পথিক দিশেহারা।


অশান্ত মেঘের নীল বেদনার প্রতিচ্ছবি
ভেসে ওঠে শান্ত দিঘীর জল-চাদরে,

লাজুক বধূর লুকানো কষ্টের প্রতিধ্বনি
থুবড়ে পড়ে মিথ্যে ফুলশয্যার বাসরে।

শ্মশানে জ্বলতে থাকা চিতার ভ্রান্ত লেলিহান শিখা
তীব্র ধোঁয়ায় তৈরি করে নিকোষ আঁধারের কুণ্ডলি,

হৃদয়ের পুড়তে থাকা জ্বলন্ত আগ্নেয়গিরির দেখা
আজও অদৃশ্যমান তাই নেই কোন সান্তনার বুলি।

পাপের সাগরে ডুবে থেকে হারিয়েছি সবুজের পবিত্রতা
পরিশেষের প্রাপ্তি হলো তাই ব্যার্থতার তিক্ত লবনাক্ততা।

হে সময়ের নিয়ন্ত্রনকারী সর্বময় স্রষ্টা............
আমার সময়কে পরিবর্তন করে দাও একটু ইশারায়,

অধিষ্ঠিত হতে চাই কোন পরিবর্তিত পবিত্র ভুবনে
ভেসে যেতে চাই অন্তিম সুখময় সবুজ ভেলায়।