নিশুতি ঝিঝিপোকার সোরগোল শব্দহীন হলো সহসা
নিঃসঙ্গ চন্দ্রনীলিমার রং হয়ে গেলো বর্ণহীন,
সুদূর পরবাসে হারালো আমার বেদনার ভাষা
চির অমূল্য জীবনধারা হয়ে গেলো অর্থহীন।
জীবন নদীর দু-কুল ভেসে গেলো নিষ্ঠুর জোয়ারে
জানিনা কেন তবু বেঁধেছিলাম স্বপ্নের আবাসন,
নিশ্চিহ্ন আমি একূল ওকূল দু-কুল হারিয়ে
এই কি ছিল তবে পরিহাসের ভাগ্যলিখন?
মনের মনিকোঠায় লুকানো অব্যাক্ত কথামালা
নিঃশেষ হয়ে যাচ্ছে বিষাদের বিষাক্ত দংশনে,
এ ভগ্নহৃদয়ের গল্পগুলো হয়ে রবে না বলা
সীমানা ছাড়িয়ে যাবো নিভৃতে শান্ত সন্তর্পণে।
কলঙ্কের কালো দাগে কৃষ্ণবর্ণ হলো বিবাগী অন্তর
আনন্দের রংগুলো তাই হয়ে গেলো ধূসর চিরতরে,
দু হাত বাড়ানো আমার করুণ আর্তনাদের চিৎকার
সুখের সাজানো পৃথিবী ধ্বংস হলো একটু একটু করে।