আমার কলম কোন বাহারি শব্দের উৎস নয়
ঝলমলে তারাদের ভিড়ে কিছু সুপ্ত আর্তনাদ,
প্রতিটি কালির আঘাত যেন হৃদয়ে ক্ষত হয়
তবুও মুছলো না কলঙ্কময় মিথ্যে অপবাদ।
দেখিনি কভু চক্ষু মেলে আমার দৃষ্টির সীমানা
বুঝিনি তাই আজও অন্তরালের গুপ্ত যাতনা।
কেন নিমিষেই পরিবর্তিত হয় পৃথিবীর রঙ
কেন অনন্ত সাধনার ফসল হয়ে যায় ধূসর?
ভালোবাসা নামক মানবতা যেন সার্কাসের সং
এই নিষ্ঠুর ধরণীর বুকে লণ্ডভণ্ড স্বপ্নের বাসর।
কতটা বিশ্বাস হারালে
নীড়ে ফেরা পাখি হারায় অজানায়?
কতটা দুঃখ যন্ত্রণা পুঁজি করলে
অচিন সুখের পাখি দুহাত বাড়ায়?
কতটা পথ পাড়ি দিলে
খুঁজে পাবো আমার কাঙ্ক্ষিত মঞ্জিল?
কতটা আগুনে এ হৃদয়কে পোড়ালে
নিশ্চিহ্ন হবে অগনিত বেদনার নীল?
ও আমার সু সময়ের অসহায় সাথীরা
জেনে রেখো কোন কিছুই অবিনশ্বর নয়
কেবল মহা প্রজ্ঞাময় সৃষ্টিকর্তা ছাড়া,
নিশ্চিতভাবে একদিন সবাই হবে দিকহারা
প্রত্যেক হৃদয়কে গ্রাস করবে মৃত্যুর ভয়
অন্তিম সুবিচারের দিন নয়তো খুব দূরে
চির অবরুদ্ধ হবে অবিচারের স্রোতধারা।