আমি যেন আজ এক পরিবর্তিত সত্ত্বা
চিরচেনা কোমলতা আমায় মানায় না।
কোন ভ্রষ্ট মনের নষ্ট আবদার
আমার পবিত্রতাকে কলঙ্কিত করে না,
কোন আবেগী আত্মার অবিরাম চাওয়া
আমার কণ্ঠকে আবেগাপ্লুত করে না।
কোন নিঃস্ব হৃদয়ের তীব্র হাহাকার
আমার কর্ণদ্বয় স্বাগত জানায় না,
কোন অযাচিত কষ্টের করুণ কান্না
আমার মানষপটে এতটুকু দাগ কাটে না।
চির যাতনার অমানবিক চিৎকারের চিত্র
আমার ক্যানভাসে কোন রঙ ছড়ায় না।
জানি আমি এক হৃদয়হীন তোমাদের কাছে
হয়তো কোন নিষ্ঠুর পাষাণ প্রান,
বেঁচে রব জানি ঘৃনা ভরে তোমাদেরই মাঝে
নিয়তির এমনই লিখন যেন চির অম্লান।
তবে তোমরা ভুলে গেছো অতীতের আমাকে
যে হৃদয় ছিল মায়াময় মানবতাবাদী,
অজস্র আঘাতে জর্জরিত আহত আত্মাকে
কি করে ভুললে হে হৃদয়বান সাম্যবাদী?
কোমল মাটির মনকে পুড়িয়ে করেছ অঙ্গার
কতই না মিনতি আমি করেছি বারবার।
কেন অবাক তুমি আমার এই পরিবর্তনে
তোমারই স্নেহে লালিত আমি পরম যতনে।
তোমার কষ্টে আজ আমি হাসবো পিশাচের হাসি
ভুলে যাবো কভু বলেছিলাম ভালোবাসি-ভালোবাসি।