যদি নিমগ্ন থাকি অযাচিত দুর্লভ সুখের আশায়
তবে কি ধরা দেবে সৌভাগ্যের সোনার হরিন?


যদি অবিশ্রান্ত ছুটে বেড়াই অধরা খুশির নেশার  
তবে কি হাসিমুখ হয়ে রবে চির অমলিন?


যদি এই সুসজ্জিত নগরী আপন হয় আমার
তবে কেন স্বপ্নগুলো  ভেঙে যায় বারবার?


পরিশ্রান্ত শরীরের ছায়াকে অবজ্ঞা করেছি অবলীলায়
স্বার্থপর সঙ্গগুলো ছেড়ে গেছে তাই ভীষণ অবহেলায়।


ব্যার্থতার গ্লানিময় পথের শেষ প্রান্তে দাঁড়িয়ে
বরবাদ হয়েছি আমি আপন অস্তিত্ব হারিয়ে।


আমার অভিধান যেন ব্যার্থতার নামহীন শব্দভাণ্ডার
সাফল্যের অচিনপাখি তাই ধোঁকা দিয়েছে বারবার।


খুশির বন্যায় প্লাবিত তোমাদের এই আপন শহর
যেখানে ফেরারি আমি কেবলই এক আগন্তুক,


চির অটুট থাকুক এই অপরিসীম আনন্দের বহর
সুখের বার্তাবাহী পায়রা বারবার ফিরে আসুক।


একদিন আমিও ছিলাম এমন ঝলমলে নগরীর অধিবাসী
কত অজানা সুখের বারতায় জীবন ছিল সুখময়,


বিধ্বংসী ঝড়ের তাণ্ডবে হয়ে গেলাম অভিবাসী
লণ্ডভণ্ড শহরের সৃতি তাই আজ চির অস্রুময়।


ঝর থেমে গেছে...শান্ত হয়েছে এই অশান্ত মন
শুধু রয়ে গেছে...ধ্বংসের নীরব প্রতিফলন।