গগনের মেঘগুলো অঝোরে কেঁদে চলেছে
যেন কত কষ্ট লুকানো ছিল দীর্ঘদিনের,
ঝর্না ধারার মত আমার চোখে ঝরে পড়ে
সময় হয়েছে অশ্রু-বর্ষা জলের মধু মিলনের।


প্রকৃতি সেজেছে সতেজতার সবুজ মিছিলে
স্নিগ্ধ সমীরণে ভেজা ভালোবাসার ছোঁয়া,
আমার অপলক চেয়ে থাকা বিষণ্ণ বিকেলে
বিদগ্ধ স্মৃতিচারণ বিবর্ণ কান্না বয়ে যাওয়া।

শতছিন্ন কবিতার খাতায় বিরহের রাজত্ব
জানিনা আর কতকাল আমায় কাঁদাবে?
এই অস্থির মনের অমানবিক দাসত্ব
যেন আজীবন আমায় অশ্রুসাগরে ভাসাবে।

শ্রাবণের বর্ষণ শেষ হবে জানি একদিন
রোদের হাসিতে হাসবে পৃথিবীর প্রান্তরে,
হৃদয়ের রক্তক্ষরণ বন্ধ হবে যে কোন দিন
সব যন্ত্রণার অবসান হবে চিরতরে।

হয়ত আমিও দেখতে পাবো একদিন
রোদেলা দিনের ঝলমলে আকাশ
বুক ভোরে নেবো শান্তির নিঃশ্বাস
থাকবে না কোন অবসাদের আভাস।

হয়ত অন্য কোন জগতের বাসিন্দা হয়ে
অন্য কোন সময়ে, অন্য কোন পরিচয়ে।