ঘনকালো মেঘময় বিষণ্ণ আকাশের পানে
বলেছিলাম হৃদয় নিংড়ানো কতকথা,
স্নিগ্ধ শীতল বৈরী বারিধারার টানে,
ভেসে গেলো কত আক্ষেপের গল্পগাঁথা।


আসন্ন অবারিত বর্ষার বর্ণীল আগমনি
শুকনো জীবনকে দেয় ভেজা আনন্দের দোলা,
নীলকণ্ঠী ময়ূরীর নিখুঁত নাচের জাগরনি
বর্ণীল পেখমের বার্তাকে যায় কি ভোলা?


শ্রাবণের এই বিষাদময় আগমন আমার চিরচেনা
বিদগ্ধ অক্ষিযুগল তাই চির সিক্ত,
বিরহের প্লাবনে প্লাবিত পৃথিবী তবুও অচেনা
মৌনতার হাহাকারে নিঃস্ব হৃদয় চির বিরক্ত।


শরতের শুভ্র সফেদ কাশফুলের কোমলতা
হাতছানি দেয় বর্ষার বিদায় বানীকে,
জানি এভাবেই শেষ হবে সব যাতনার ব্যাকুলতা
সাদর সম্ভাষণ জানাই চির সবুজ ধরনীকে।