হায় বৃষ্টি....................
অনন্ত অবিরাম ধারার বৃষ্টি
মহান স্রষ্টার কি অপরূপ সৃষ্টি,
কেন তুমি আমার হলে না?
কেন শুধু আমর জন্যই ঝরলে না
কেন শুধু আমাকেই আপন করলে না?

জীবনের সূচনা লগ্ন হতে
অবিরাম ঝরে চলেছ তুমি,
আমার একান্ত মনের গভীরে
আমার নিজস্ব জগতের জলবায়ুতে।

হায় আমার পৃথিবী.........
হায় আমার প্রকৃতি.........
যেখানে  ষরঋতুর পরিবর্তে
বারোমাস খেলা করে একটি ঋতু,
তুমিই তো সেই অলিক শ্রাবণধারা...
বৃষ্টির রুপ নিয়ে ভাসিয়ে দিলে আমায়
কেন ভুলে গেলে নির্মম নিয়তির ইশারা?


প্রকৃতির বাস্তবরুপে কতই না সুন্দর তুমি
কত স্নিগ্ধ তোমার অবিরাআম ঝরে যাওয়া
কত মুগ্ধতা ছড়ালে অসংখ্য প্রেমিক হৃদয়ে।

আমার অবাস্তব জগতে তুমি শুধুই কান্না
যেন হতাশা আর যাতনার বন্যা ।
আমাকে ভাসিয়ে নিয়ে গেলে.....
আমাকে নিঃশেষ করে দিলে......
ধীরে ধীরে......নিঃশব্দে...তিলে তিলে।

হে দয়াময় মহিমান্বিত মহান স্রষ্টা
আমার হৃদয়ের বৃষ্টিকে নিশ্চিহ্ন করে দাও।

আমি ভেসে যেতে চাই বাস্তব সুখের স্রোতে
ভুলে যেতে চাই কলঙ্কময় সব অধ্যায় কে
আমাকে মুক্তি দাও......
অন্তরালের তীব্র বর্ষণ হতে,
আমার সর্বস্ব ভিজিয়ে দাও...
পবিত্র সিক্ত বর্ষণের বারিধারায়।