ফিরে এলো আরেকটি মন মাতানো বসন্ত
ডালে ডালে পত্রপল্লবের স্নিগ্ধ সমাহার,
বিরহী কোকিলের যাতনা তবুও অনন্ত
যদিও কত সুভাষিত বর্ণীল ফুলের বাহার।
মাতাল হাওয়ায় প্রভাবিত প্রতিটি অঞ্চল
যেন এক বিরাজমান স্বপ্নীল পরিবেশ,
চির শান্ত হৃদয় আজ জানিনা কেন চঞ্চল
কাল্পনিক কোন এক অচেনা সুখের আবেশ।
প্রকৃতির এই অভাবনীয় নির্মলতা
উদ্বেলিত করে দেয় যে কোন হৃদয়কে,
কিছু অবাস্তব মনোবাসনার তীব্র ব্যাকুলতা
চুরমার হয়ে যায় বাস্তবতার নির্মম কষাঘাতে।
হে সু কণ্ঠের অধিকারি বার্তাবাহী কোকিল
তোমার সুর ঝঙ্কার বিনা বসন্ত অপরিপূর্ণ,
লুকানো যন্ত্রণার নেই কোন দৃশ্যমান দলিল
প্রেমের সাজানো নীড় যেন নিমেষেই চূর্ণ বিচূর্ণ।
আবারও আসবে ফিরে এই বেসামাল হাওয়া
হয়তো কোন নতুন উন্মাদনার রূপে,
কালো কোকিলের হৃদয়ে চির কলঙ্কের ছোঁয়া
অমলিন থেকে যায় কোন অজানা অভিশাপে।