এখন আর কোন হৃদয় অবশিষ্ট নেই,
ভারাক্রান্ত মনের কথা শুনতে
উচ্ছ্বসিত অন্তরের ব্যাথা জানাতে।

মানব হৃদয় যেন এক বিপন্ন প্রজাতির মত
গভীর হাহাকারে আছন্ন, অবসন্ন, চিরক্লান্ত।

যেন এক দীর্ঘ ভ্রমণের অবসান হতে চলেছে
যদিও গন্তব্য অজানা, পরিনতি অনির্ধারিত।

বিশ্বব্রহ্মাণ্ডের এহেন দশায় বিচলিত আমরা
যেন অস্তিত্বের সাম্রাজ্য আজ বিলীনের পথে,
কালো মেঘ ছেয়ে গেছে পৃথিবীর আকাশে।

আমি তো আজন্ম এক বিপন্ন সত্তা
আমার স্বাধীনতার সোনালী সূর্য
যেন উদয়ের পূর্বেই অস্তমিত হয়েছে,
অসংখ্য প্রতারিত হৃদয়ের অভিশাপে
অজস্র প্রেমহীন অন্তরের আর্তনাদে।

অপেক্ষমাণ আমি অন্তিম পরিনতির জন্য
কেননা আমার আমিত্ব বহু আগেই বিপন্ন।

হারিয়ে যাব আমি, হারিয়ে যাবে তুমি
নিশ্চিহ্ন হয়ে যাবে আমাদের জাতিসত্ত্বা।

বিপন্ন পৃথিবীর পথে এতদিনের পথচলায়
কি বা এসে যায় ভালোবাসার মূল্যায়নে,
সেই তো ভেসেই যেতে হবে আমাদের
সময়ের নিষ্ঠুর সর্বগ্রাসী আচরণে।