আজন্ম প্রেমের আমন্ত্রন জানিয়েছিলাম আমি
অন্ধকার রাতের কোল ঘেঁষে ছিল অতীতের গ্লানি,
হয়ত পৌঁছে যাবে না তোমাদের কাছে জানি
তবুও এ যেন এক নিছক পাগলামি।
খোলা জানালার ফাঁকে উঁকি দেয় পঞ্চমীর চাঁদ
নিঃসঙ্গ রাত্রির কবলে এই হৃদয়ে অবসাদ ।
আমি ক্লান্ত..জীবনের অবিচ্ছিন্ন যন্ত্রণায় কাতর
আমারে দিলো না ধরা ভালোবাসার সত্য আদর।
আলোহীনতায় ভুগছে আমার একান্ত পৃথিবী
যদিও চারিদিকে বর্ণীল আলেয়ার ঝলকানি ,
চোখ মেলে তাকাতে পারছি না আমি
মিথ্যে আলোর ঝলমলে অগ্নির পরশমণি।
আমি ফিরে যেতে চাই জন্মের সুচনালগ্নে
ফিরে পেতে চাই জীবনের হারানো ছন্দ,
পৌঁছে যেতে চাই আমার অন্তিম পরিনামে
উপভোগ করতে চাই সময়ের অপার আনন্দ।
হায়......আমার এমন অবাস্তব চাওয়া
যেন কল্পনাতেও অসম্ভব ফিরে পাওয়া ,
কেবলই স্বপ্নের স্রোতে গন্তব্যহীন ভেসে যাওয়া
দোলা দিয়ে যায় অপার্থিব শান্ত শীতল হাওয়া।