ওহে সুন্দরতম পৃথিবীর এই লীলাভূমি
ভুলে যেওনা আমার অবদানকে তুমি।

কিছুই কি ছিল না......
এই আড়ম্বরহীন জীবনে?
কোন রঙ ই কি ছিল না
রাঙিয়ে দেবার মত ?
কোন কথাই কি ছিল না
হৃদয় কে দোলা দেয়ার মত?

নাকি কিছুই ছিল না বলার
এই শিরোনামহীন স্রোতস্বিনীর?
সপ্ত সমুদ্রের প্রতিটি বিরহী ঢেউ
যেন খোঁজ রাখেনি কেউ আদৌ।

ভুলে যেতে চেয়েছিলাম বারে বারে
এই অবয়বহীন অস্তিত্বের যন্ত্রণা,
হারিয়ে যাব ভেবেছিলাম চিরতরে
অগ্রাহ্য করে আমার সমস্ত বেদনা।

পলাতক হতে চেয়েছিলাম
ফেরারি অভিশাপের হাত থেকে,
তবুও দুর্ভাগ্য আমায় খুঁজে নিলো
বন্দী হলাম আবেগের মায়াজালে।


কি মোহময় এই অপ্রতিরোধ্য মায়া
যেন সর্বগ্রাসী আবেগের কালো ছায়া।

ভাসিয়ে নিয়ে গেল দু কূলে
এপার হতে ওপারে,
ইহকাল হতে পরকালে
ক্ষণকাল হতে চিরকালে।